হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, নিম্নোক্ত হাদিসটি "কানজুল-উম্মাল" বই থেকে উদ্ধৃত করা হয়েছে।
হাদিসটি নিম্নরূপ:
মহানবী (সা.) বলেছেন:
مَن قُتِلَ دُونَ أهلِهِ ظُلما فهُو شَهيدٌ ، و مَن قُتِلَ دُونَ مالِهِ ظُلما فهُو شَهيدٌ ، و مَن قُتِلَ دُونَ جارِهِ ظُلما فهُو شَهيدٌ ، و مَن قُتِلَ في ذاتِ اللّهِ عَزَّ و جلَّ فهُو شَهيدٌ
পরিবারকে রক্ষা করতে গিয়ে যে নিহত হয় সে শহীদ, আর যে ব্যক্তি তার সম্পদ রক্ষা করতে গিয়ে নিহত হয় সেও শহীদ ,আর যে ব্যক্তি প্রতিবেশীকে রক্ষা করতে গিয়ে নিহত হয় সেও শহীদ, আর যে ব্যক্তি সর্বশক্তিমান আল্লাহর সন্তুষ্টির জন্য নিহত হয় সেও শহীদ।
(কানজুল-উম্মাল: ১১২৩৭)